মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন রামুতে উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন সির্ভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল মতিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে ঢাকা কিডনি হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মিজবাহ্ উদ্দিন আহমদ, রামু উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়া, রামু থানার ওসি আবুল খায়ের, কক্সবাজার কেন্দ্রীয় বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু, কবি দর্পন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।