সংবাদ বিজ্ঞপ্তি :

স্বেচ্ছাসেবী সংস্হা সায়মুন সংসদের সকল পরিষদ ও বিভিন্ন শাখার সদস্যদের মরহুম পিতা-মাতা এবং মরহুম সদস্যদের স্বরণে ৩০তম সীরাতুন্নবী (সাঃ)ও ইছালে সওয়াব মাহফিল-২০২০ইং সম্পন্ন হয়েছে। এতে ৫২জন পিতা আর ২৯ জন মাতা মোট ৮১ জন মরহুমসহ সবার স্মরণে দোয়া হই। ০৯/০১/২০ইং তারিখ রোজ বৃহস্পতিবার আসরের পর থেকে কক্সবাজার পৌরসভার আলীর জাঁহাল ৫ নং ওয়ার্ডে সায়মুন সংসদ উন্মুক্ত মঞ্চে সায়মা ওশান সিটির সামনে সায়মুন সংসদের চেয়ারম্যান ও কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল আবছার সিকদার সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ,ড.আ.ফ.ম,খালিদ হোসাইন, প্রাক্তন অধ্যাপক ওমরগণী এম,ই এস কলেজ চট্টগ্রাম, প্রধান অতিথি হাসান মাসুদ,উপপরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম,বিশেষ অতিথি,মাহাবুবুর রহমান সভাপতি কক্সবাজার প্রেসক্লাব,জনাব রুহুল আমিন সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি, সায়মুন সংসদ ও সম্পাদক দৈনিক কক্সবাজার ৭১, সৈয়দ আবু মোঃ শাহাজাহান কবির,অফিসার ইনচার্জ কক্সবাজার সদর মডেল থানা,রেজাউল করিম,কর্মকর্তা জেলা পরিষদ কক্সবাজার।সম্মানিত অতিথিবৃন্দ মাষ্টার মোহাম্মদ,মৌলানা শফিক আহমদ,মৌলানা মাহমুদুল হক, মৌলানা হাফেজ নুরুল হুদা, মৌলানা ফারহান উল্লাহ, মৌলানা মোহাম্মদ আইয়ুব, তৃতীয় ও শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন জনাব শামসুল হক সিকদার, মোহাম্মদ হোসাইন সিকদার, হাজী আব্দু শুক্কুর সওদাগর, আব্দুল হাকিম সওদাগর,হাজী ইব্রাহিম খলিল, রকিব উল্লাহ,আমিন উল্লাহ, কলিম উল্লাহ, অধ্যাপক এহসানুল হক হেলালী,প্রভাষক,আফজাল হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক জহিরুল হক,নুরুল ইসলাম ভূতু,আমিনুর রশিদ,জোবাইরুল ইসলাম, আবদুল মালেক ইমন,আহমদ ছফা, মহিউদ্দীন, জহির আলম রুবেল, মন্জুর আলম,মাহবুবুর রহমান কাজল,মোঃসাইফুল্লাহ,পরিচালনায় রিদয়ানুর রহমানসহ অনেক সদস্য।