আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস  উপক্ষ্যে বান্দরবান নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারী চাক সম্প্রদায়ের মাঝে  দিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ  সম্পন্ন করা হয়েছে।
১০ জানুয়ারি জুমাবার  সকাল ১০টার সময় হেড়ম্যান চাক পাড়া কমিউনিটি সেন্টার  ২৭৯ নং বাঁকখালী মৌজার হেডম্যান বাবু উছায়থোয়াই চাকের সভাপতিত্বে শুরু হওয়া দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী  চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাং হ্লা মার্মা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক  আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি সরকারী চাকুরীজীবি সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম, ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক মোঃ রুমেল, মোঃ সাজুয়ান কামাল, মেডিসিন মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হোছাইন, এজিএম মোঃ শাহ জাহান প্রমুখ।
প্রধান অতিথি মংহ্লা মার্মা বলেন ইদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাক সম্প্রদায়ের মাঝে  ফ্রী চিকিৎসা সেবা প্রদান গরিব অসহায়দের মাঝে ফ্রী ঔষধ বিতরণ করা সহ নানামূখী যে পদক্ষেপ গ্রহণ করেছে সত্যিই প্রশংসনীয়। তাই এ প্রতিষ্ঠানকে সকলকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো  বলেন, ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ দূর্গম জনপদে যে চিকিৎসা সেবা দিয়েছে সত্যিই প্রশংসার দাবীদার এবং এই হাসপাতাল দূর্গম জনসাধারণের জন্য যুগপযোগী একটি হাসপাতাল। এই হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বাইশারী চাক সম্প্রদায় সহ প্রায় শতাধিক রোগীদের ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাই ইদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান।