এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রামণ্য ভিডিও চিত্র প্রদর্শণ এবং প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি সম্পচার করে চকরিয়াবাসিকে দেখার সুযোগ করে দেয়া হয়। চকরিয়া উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।

এরআগে চকরিয়া উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি যথাক্রমে এম আর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধূরী, সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুছা, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, মুজিবুল হক কমিশনার, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের ও চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলীসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ১০ জানুয়ারি ক্ষণগণনার শুরু হয়ে বঙ্গবন্ধুর শততমজন্মদিন পূর্ণ হবে ১৭ মার্চ ২০২০। ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সারাদেশে নানা আয়োজনের মধ্যদিয়ে মুজিববর্ষ উদযাপন করা হবে।