প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার এক সভা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে সংগঠনের আহবায়ক এডভোকেট অনিল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে, সদস্য সচিব এডভোকেট বাপপী শর্মার সঞ্চালনায় ৯/১/২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতির জনক শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি, জাতীয় চার নেতা,সংগঠনের দায়িত্বে থাকা মৃত্যুবরণকারী সাবেক নেতাদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রস্তাব এবং বর্তমান অসুস্থ নেতৃবৃন্দের রোগ মুক্তি কামনায় নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, যুগ্ম আহবায়ক যথাক্রমে এডভোকেট স্বপন কান্তি দাশ, এডভোকেট রতন বড়ুয়া, এডভোকেট রবিন্দ্র দাশ রবি, সদস্য ক্য ক্য রাখাইন। বক্তারা সংগঠনকে গতিশীল করার জন্য এবং সম্প্রদায়ের অবহেলীত অসহায় বিচার প্রার্থীদের বিনা মূল্যে আইনী সহায়তা দেওয়ার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১০ জানুয়ারী’২০২০ ইং তারিখ কক্সবাজার লাবনী পয়েন্টে জেলা প্রশাসন কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের ক্ষন গননা অনুষ্ঠানে সম্প্রদায়ের সকল বিজ্ঞ আইনজীবীদের অংশ গ্রহনের সিদ্ধান্ত হয়। মুজিব বর্ষ অনুষ্টানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের আইন পেশার সাথে নিয়োজিত ব্যক্তিবর্গ ও সম্প্রদায়ের আপামর জনসাধারনকে অংশ গ্রহনের অনুরোধ জানিয়েছেন আহবায়ক এডভোকেট অনিল কান্তি বড়ুয়া,সদস্য সচিব এডভোকেট বাপপী শর্মা। সভায় আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে এডঃ শুভেন্দু বিকাশ সাহা, এডঃ দিলীপ কুমার ধর, এডঃ প্রতিভা দাশ,এডঃ অশোক আচার্য, এডঃ উজ্জল কান্তি দাশ, এডঃ দিলীপ রুদ্র, এডঃ জয়বর্ধন বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।