আবদুল মজিদ,চকরিয় :

চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ করেছেন চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক মো: মুজিবুল হক মুজিব। ৯জানুয়ারী সকাল থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ২য় শ্রেণি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হবে বলে জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক মো: তসলিম উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কাউন্সিলর মুজিবুল হক প্রধান অতিথির বক্তব্যও রাখেন। এসময় তিনি বলেন, বিগত সময়ে স্কুলের মিড ডে মিল চালুর সময় নগদ ১লাখ টাকা অনুদান দিয়েছিলাম, স্কুলের প্রবেশপথে তোরণ নির্মাণ এবং স্কুলের জন্য টাইলসযুক্ত স্থায়ী শহীদ মিনার নির্মাণ করে দিয়েছি। এভাবে অনেক উন্নয়ন স্কুল ও ৮নং ওয়ার্ডের করেছি। উন্নয়নের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখবো। তিনি স্কুলের শিক্ষার মান সন্তোষজনক জানিয়ে বলেন, প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে শিক্ষার মানকে আরো এগিয়ে নিতে হবে। যার মাধ্যমে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। স্কুলের প্রধান শিক্ষক মো: তসলিম উদ্দিন জানান, ২০১৯সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি)তে ২২শিক্ষার্থী জিপিএ ৫সহ শতভাগ সাফল্য অর্জণ করেছে। যা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের মনযোগ সহকারে পাঠসহ অভিভাবকদের আন্তরিকতা রয়েছে বলে জানান। তিনি অভিভাবকদের আরো বেশি সচেতন ও আন্তরিক হওয়ার আহবান জানান। এদিকে স্থানীয় কাউন্সিলরের দেয়া নতুন ড্রেসের কাপড় পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, পৌরসভা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হুমায়ুন কবির, ব্যবসায়ী বাদশা, আবদুস সালাম, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন টিটু, রিয়াজ উদ্দিন, বাপ্পী, তৌহিদুল ইসলাম, বাহাদুর আলম, জেকি, আবদুল মাবুদসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।