প্রেস বিজ্ঞপ্তি :

মুজিববর্ষ উপলক্ষে নানা কর্মসূচী পালন করার সিদ্বান্ত নিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগ। ইতোমধ্যে স্ব-স্ব ইউনিয়ন আওয়ামীলীগকে কর্মসূচী জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১১টি ইউনিয়নে প্রস্তুতি সভা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সফল ভাবে পালিত হয় সেই ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নির্দেশা দেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবা বিকালে হারবাং, লক্ষ্যারচর ও কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক প্রস্তুতি সভা করেছেন। এসব প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি টিম যোগ দিয়েছেন। মুজিববর্ষ সফল করতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিন বিকাল তিনটায় ছিকলঘাট দলীয় অফিসে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি এমআর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দিন মাহমুদ, যুবলীগ সভাপতি সরওয়ার আলম, বশির আহমদ, ইকবাল, প্রচার সম্পাদক আজাহার উদ্দিনসহ ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন। একইদিন কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শওকত ওসমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু মুচার সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি এমআর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ফুটবলার নুরুল আবছার, নুরুল কাদের মেম্বার, নুর খান মেহেদী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক ওয়াহিদুর রহমান ওহিদ। বিকাল ৫টার দিকে হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলয়াতনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি এমআর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, সদস্য ছৈয়দ নুর মেম্বার, নুরুল আজিম ও মুজিবুর রহমান লিটন।