আতিকুর রহমান মানিকঃ

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য অবৈধ ক্ষতিকর জাল নির্মূলে দেশের অন্যান্য উপকূলীয় জেলার মত কক্সবাজারেও শুরু হয়েছে বিশেষ কম্বিং অপারেশন। অপারেশনের প্রথম ধাপের ৩য় দিনে ৯ জানুয়ারী দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। সকাল দশটায় শুরু হওয়া এ অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মোক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) তারাপদ চৌহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বাধীন ফোর্স অভিযানে সহায়তা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) তারাপদ চৌহান জানান, সোনাদিয়া চ্যানেল এবং নাজিরারটেক সংলগ্ন সমুদ্র থেকে এ সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও বড় আকারের দুইটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত জাল বিকালে কোস্ট গার্ড অফিস প্রাঙ্গনে পুড়িয়ে নষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা হবে বলে জানা গেছে।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান ও মৎস্য ভবনের পরিসংখ্যান কর্মকর্তা কাজী মাহফুজুল হক উপস্থিত ছিলেন।