হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ স্থলবন্দর এলাকার ১৪ নং ব্রীজের নিকটস্থ বেত বাগান থেকে রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের স্থলবন্দর এলাকার ১৪ নং ব্রীজের পাশে বেত বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। রোহিঙ্গা কিশোরী নয়াপাড়া রোহিঙ্গা বি ব্লকের ১০৬৯নং শেডের ১নং কক্ষের বাসিন্দা আবদুল্লাহর মেয়ে শাহিনা আক্তার (৯)।
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুল জানান, ‘টেকনাফের হ্নীলা ইউনিয়নের স্থলবন্দর ১৪ নং ব্রীজ এলাকায় বেত বাগানে দুপুর ১টার দিকে এক কিশোরীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ দেড়টার দিকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি দেখে স্থানীয়রা পরিবারকে খবর দিলে কিশোরীর বাবা-মা এসে নিখোঁজ মেয়ের লাশ বলে সনাক্ত করেন’।
নয়াপাড়া মোচনী ক্যাম্প পুলিশ ফাঁড়ির আইসি মনিরুল ইসলাম জানান, ‘রোহিঙ্গা কিশোরী গত ২দিন ধরে নিখোঁজ ছিল। লোকজন মারফতে খবর পেয়ে দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনো এ ঘটনার প্রকৃত ক্লু উদ্ধার করা যায়নি’।
পারিবারিক সূত্র জানান, ৭ জানুয়ারী দুপুরের পর সে প্রতিদিনের ন্যায় খেলতে বের হয়। গভীর রাত পর্যন্ত ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মিলেনি। আজ দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।