ইমাম খাইর, সিবিএনঃ

অাগামী ১১ জানুয়ারি (শনিবার) জেলাব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড ২০১৯)।
এই ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে ৯ জানুয়ারি সকালে জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই স্টোর সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ আবদুল মতিন বলেন, দেশের সকল শিশুকে সুস্থ রাখতে অাগামী ১১ জানুয়ারি (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়। এ বছর জেলায় সাড়ে চার লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৯০ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হবে।
জেলায় স্থায়ী ৯টি, অস্থায়ী ১৮৪০ টি, ভ্রাম্যমান ২৭টি, অতিরিক্ত ৭৫টি কেন্দ্রসহ মোট টিকাকেন্দ্র সংখ্যা ১৯৫১টি।
জেলার ৮ উপজেলায় মোট স্বাস্থ্য সহকারী ২০৬, পরিবার পরিকল্পনা সহকারী ২১১, স্বেচ্ছাসেবক ৫৪০৭ এবং তত্ত্বাবধায়ক ২১৬ জন।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সৌনম বড়ুয়া।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ সাংবাদিকদের জ্ঞাতার্থে জানান, সদরের খরুলিয়া বাজার সংলগ্ন কমিউনিটি সেন্টারে ক্যাম্পেইন উদ্বোধন হবে।
১১ জানুয়ারি ক্যাম্পেইনে যারা বাদ পড়বে তাদেরকে জেলা ইপিআই সেন্টারে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।