লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক আব্দুর রহিম আজাদের নামে দৃশ্যমান হলো সড়ক। সড়কটি দৃশ্যমান দেখে খুশিতের ভরপুর এলাকাবাসী।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মধ্য আমিরাবাদ বদু পকুর পাড় সংলগ্ন দৃশ্যমান হওয়া মরহুম সাংবাদিক আব্দুর রহিম আজাদ সড়ক ৪০ দিনের কর্মসূচির প্রকল্পের সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ।

স্থানীয়রা বলেন, বিলের মাঝ খানে (আইল)কে চলাচল রাস্তায় রুপান্তর করেছিল মরহুম সাংবাদিক আব্দুর রহিম আজাদ। তখন থেকেই চলাচল রাস্তাটি সায়বাদিক আব্দুর রহিম আজাদ সড়ক হিসেবেই পরিচিত। ২০১১ সনে তার মৃত্যুর পর সড়কটিতে উন্নয়নের ছোয়া লাগেনি। মহিলা সদস্য আরজু আক্তার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুচের প্রচেষ্টায় দৃশ্যমান হলো সড়কটি। প্রসস্থ হল সড়ক। মাটি ভরাটের কাজ চলছে পুরোদমে।

এছাড়াও চলমান প্রকল্প বাস্তবায়নের অাওতায় ৪০দিনের কর্মসুচির আমিরাবাদ মুন্ডা পাড়া সড়ক, পুর্ব সুখছড়ি সড়ক ও গোলাম নবী হাজির পাড়া সড়ক কাজের পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির সেক্রেটারি নিউটন চক্রবর্তী,আমিরাবাদ ইউপি মেম্বার মৃণাল কান্তি মিলন,উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ আদেল চৌধুরী, আমিরাবাদ ইউপির মেম্বার মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রেহেনা আকতার, আরজু আকতার প্রমূখ।