মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল এহসান খানের নেতৃত্বে বুধবার ৮ জানুয়ারি সন্ধ্যায় এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া সদর ষ্টেশন ও বাজারে চালানো অভিযানে দোকানে পণ্যের মূল্যতালিকা না থাকায় ও দোকান অপরিচ্ছন্ন থাকায় তপন সওদাগরকে ১০ হাজার টাকা, ছয়তারা রাইস মিলকে ২০ হাজার টাকা, যদু সওদাগরকে ১০ হাজার টাকা, কামাল সওদাগরকে ১০ হাজার টাকা ও মাহবুব সওদাগরকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উখিয়ার সহকারী কমিশনার (ভুমি) আমিনুল এহসান খান সবার উদ্দেশ্য বলেন, নিজ উদ্যোগে সবাইকে যার যার দোকান ও দোকানের সামনে পরিস্কার রাখতে হবে। তাছাড়া তিনি প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার জন্য কঠোর নির্দেশ দেন।