ইমাম খাইর, সিবিএন:
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ২০২০ এর ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে ১০ জানুয়ারী (শুধু ১ দিন) কক্সবাজারের আবাসিক হোটেলেগুলোতে ২৫ শতাংশ ডিসকাউন্ট দেয়া হবে।
এ ছাড়া দিনটিতে থাকছে বর্ণাঢ্য আয়োজন। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় শহরের লাবণী পয়েন্টে বঙ্গবন্ধুর ১০০টি দুর্লভ ছবি নিয়ে চিত্র প্রদর্শণী করা হবে। বিকাল ৩-৫ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, এরপর ১০০টি বেলুন উড্ডয়ন ও ১০০টি কবুতর অবমুক্তকরণ, সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে রাত ৯টায় সাগরপাড়ের আকাশে ১০০টি ফানুস উড়ানো হবে। পুরো অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তায় কাজ করবে পুলিশসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসনের ফেসবুক পেজ DC Cox’s Bazar থেকে পুরো অনুষ্ঠান লাইভ দেয়া হবে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং- জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ সব তথ্য দিয়েছেন।
তিনি বলেন, আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষ্যে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ক্ষণগণনাযন্ত্র স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামী ১০ জানুয়ারী হেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দরে ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একইভাবে জেলা সদরের ন্যায় উপজেলাসমূহেও ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে কক্সবাজার সাগরপাড়ে অন্তত অর্ধলক্ষ লোক সমাগম ঘটবে বলে আশা করছেন জেলা প্রশাসক। কর্মসূচি সফল করতে তিনি জেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, একেক জনের একেক রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু নিয়ে কোন বিতর্ক-মতভেদ থাকার কথা নয়। তিনি না হলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু এখন বিশ্ববন্ধু। তাকে শ্রদ্ধা করা সবার উচিত।
প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, মোহাম্মদ আশরাফুল আফসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সাগরপাড়ে মুজিববর্ষ ক্ষণগণনার বর্ণাঢ্য আয়োজন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
