ডেস্ক নিউজ:
বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে ‘ঘটনার পেছনের ঘটনা’ উদঘাটন করে জাতির সামনে প্রকৃত স্বার্থান্বেষী মহলের চেহারা উন্মোচনের জন্য সরকারকে সুপারিশ করেছেন হাইকোর্ট। জনস্বার্থে সরকারকে আইনানুগভাবে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এই সুপারিশ করেছেন হাইকোর্টের একজন বিচারপতি।
বুধবার (৮ জানুয়ারি)পিলখানা হত্যা মামলায় ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় (ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর) প্রকাশ করেন বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন— বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী তার রায়ে ১১ দফা নির্দেশনা দিয়েছেন। এগুলো হলো:
১ (ক) বাংলাদেশ রাইফেলসের নিরাপত্তা বিষয়ক ইউনিট RSU বিজিবির মেধাবী, সৎ ও চৌকস সদস্যের সমন্বয়ে নুতনভাবে ঢেলে সাজানো। ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে পিলখানায় বিডিআর বিদ্রোহে দায়িত্বে অবহেলার জন্যে ঘটনার সময়ে দায়িত্বে থাকা RSU এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
(খ) ২৫/২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বাংলাদেশ রাইফেলসের মহা-পরিচালকের দরবারে সশস্ত্র আক্রমণ এবং পিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার পূর্বাভাস সংগ্রহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্যে সরকারের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসহ দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।