আলা উদ্দীন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীদের আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
৭ জানুয়ারী দিবাগত রাত ৯ টার দিকে সভায় উপস্থিত ছিলেন -কাজল পাল, মোঃ আমান উল্লাহ, আবুল কালাম, ছৈয়দ আকবর হেলালী, সন্তোষ দে, বাবুল পাল, আতিকুর রশিদ তারেক, ফারুক উল্লাহ, রশিদ আলম, তপন কান্তিদে, মোবারক জামান, মুজিবুর রহমান, বোরহান উদদীন, বাবু পাল, সুরঞ্জিত পাল, সাংবাদিক শফিউল আলম,
বিশিষ্ট ব্যবসায়ী এম মমতাজুল ইসলামের সভাপতিত্ব ও চন্দন পাল বাবুর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন-নিজেদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।
আমাদের মাঝে কোন ধরণের ফাটল সৃষ্টি করা যাবে না, আমরা চাইনা ১৯৯০ ব্যাচ নিয়ে কেউ কাদা ছোড়াছুড়ি করুক। সকল ধরণের বিভক্তি পরিহার করে সাংগঠনিক সকল কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে তারা মত দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নৈজ ভোজের আয়োজন করা হয়। পরবর্তী সময়ে ফারুককে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।