মোস্তফা কামালঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শওকত আলী বলেছেন, সরকারি খরচে আইনগত সহায়তা সরকারের একটি যুগোপযোগী পদক্ষেপ।ব্যাপক প্রচারের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন সহায়তা কমিটিকে সচল করেছে।
এজন্য কক্সবাজার এইড জাস্টিস ফর অল প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশের মানুষের আইনি সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এখন তাদের প্রতি অন্যায় অত্যাচার কমে আসবে। মানুষের সেবা প্রদানে বদ্ধ পরিকর’’ কেউ এ সেবা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন আইনগত সহায়তা কমিটির সদস্যদের ওরিয়েন্টেশনে সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোঃ শওকত আলী উপরোক্ত কথাগুলো বলেন।
ডুলাহাজারা ইউপি সচিব মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ সোলাইমান, নুরুল আবছার, জয়নাল আবেদীন সোনা মিয়া, ফরিদুল আলম, সদস্যা ওয়াহিদা সোলতানা হাছিনা, সেতেরা বেগম ও নুর নেওয়াজ বেগম সহ আইন সহায়তা প্রকল্পের কর্মকর্তা প্রমুখ।
সভায় জানানো হয়, যাদের বার্ষিক আয় একলক্ষ টাকার উর্ধ্বে নয় এমন পরিবার, দরিদ্র, বিধবা, তালাক প্রাপ্তা নারী, বিনা বিচারে আটক ব্যক্তি, বয়স্কভাতা, ভিজিডি কার্ডধারী ইত্যাদি ব্যক্তিদের নিয়ে প্রণীত আইনের আওতায় জেলা লিগ্যাল এইড অফিস হতে সরকারি খরচে যাতায়াত ব্যতিত সব ধরনের খরচের আইনি সহায়তা জেলা লিগ্যাল এইড অফিস থেকে নতুন ও চলমান উভয় মামলার ক্ষেত্রে পরামর্শ ও মামলার যাবতীয় খরচ পাবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি’র দায়-দায়িত্ব, রেফারেল ও জনসচেতনতা বৃদ্ধির কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে আইন সহায়তা কমিটির ওরিয়েন্টেশন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
