এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
আগামী ১১ জানুয়ারী ২০২০ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা সোমবার (৬ জানুয়ারী) বিকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, আগামী ১১ জানুয়ারী ২০২০ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভার আযোজন করা হয়। তিনি আরও বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ‘ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায়। বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু (নীল ভিটামিন) ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে (লাল ভিটামিন) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মারাত্মক অসুস্থ কিংবা ৪ মাসের মধ্যে ভিটামিন এ খাওয়া শিশু ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যে কোনো শিশু ভিটামিন এ ক্যাপসুল খেতে পারবে বলেও জানান তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।