নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার দিনব্যাপী বার্ষিক মিলন মেলা গতকাল ৬ জানুয়ারী বিয়াম অডিটরিয়াম মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এদিন সকালে মিলন মেলার শুরুতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ রেস্তোরা সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- জেলা হোটেল-মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি ওমর সুলতান কোম্পানী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, রেস্তোরা মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক ইমরান হাসান, কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মূলক, শহর জাসদ সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু। বক্তব্য রাখেন-কক্সবাজার রেস্তোরা মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিম, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুগ্ন-সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল জুয়েল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল কাদের, সাবেক সহ-সভাপতি ছৈয়দ নূর প্রমূখ। এরপর চলে মধ্যাহ্ন ভোজ। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। পরে সমিতির সদস্যদের পরিবার পরিজনদের নিয়ে মনোজ্ঞ র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।