মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
এইচএসসি টেস্টে ফেল করা শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হলো মূল্যায়ন পরীক্ষায়। সেখানেও ফেল করা শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কলেজে ভাঙচুর চালিয়েছে। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ডিগ্রী কলেজে। এসময় ইটপাটকেল ছুঁড়ে কলেজ কার্যালয়, ক্লাসরুমের জানালা ও নৈশপ্রহরীর মোটরসাইকেল ভাঙচুর চালায়।
রবিবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে। কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের ভাঙচুরের এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজের মাঝে ক্ষোভ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, কলেজ প্রাঙ্গণে রবিবার রাতে অতর্কিত অবস্থায় ১৫-২০ জনের এক একদল শিক্ষার্থী এসে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। বাধা দিতে গেলে নৈশপ্রহরীর ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাঙচুর করে। পরে লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়।
জানা যায়, কিছুদিন আগে এইচএসসি’র টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফলে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ফেল করে। অভিভাবকদের বিশেষ অনুরোধ ও শিক্ষকদের বিবেচনায় পূনরায় মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কতৃপক্ষ। ওই পরিক্ষার ফলাফলেও দেখা গেছে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পাশের আওতায় আসছে মাত্র কিছু সংখ্যক শিক্ষার্থী। পরে ওই অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে দলবদ্ধ ভাবে প্রস্তুতি পূর্বক হামলার উদ্দেশ্যে কলেজে আসে। তাদের এ ভাঙচুরে কলেজের আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, টেস্টে ফেল শিক্ষার্থীদের পূনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেখানেও কিছু সংখ্যক শিক্ষার্থী ছাড়া অবশিষ্টদের পাশের আওতায় আনা সম্ভব হয়নি। কেননা তাদের ফলাফল ছিল পাশ নাম্বারের অনেক পার্থক্য।
এ ব্যপারে ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, এবারের এইচএসসি পরিক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে টেস্টে অকৃতকার্যদের ফাইনালে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবেনা। তারপরও বিশেষ অনুরোধে টেস্ট ফেল শিক্ষার্থীদের পূনরায় যাচাই করতে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানেও কিছু সংখ্যক শিক্ষার্থী ছাড়া সবার একই অবস্থা।
তিনি আরো জানান, রবিবার রাতে একদল অকৃতকার্য শিক্ষার্থী কলেজ প্রাঙ্গণে এসে ব্যাপক হুমকিধামকি ও ভাঙচুর করে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ আসার আগেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ নিয়ে ইউএনও’র সাথে পরামর্শের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।