মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মিয়ানমার থেকে পালিয়ে আাসা রোহিঙ্গা শরনার্থীদের কারণে কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে BMZ (German Federal Ministry for Economic Cooperation and Development) এর অর্থায়নে জার্মান সংস্থা GIZ Bangladesh নামক একটি উন্নয়ন প্রকল্পের শুরু করছে। সোমবার ৬ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত প্রকল্পের ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় Shaping a future worth living বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশানা প্রদান করা হয় বলে বিশ্বস্থ সুত্র সিবিএন-কে নিশ্চিত করেছেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, প্রকল্প সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।