এহসান আল কুতুবী :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘদিনের হোটেল বন্দী ও রুমবন্দী থাকা জাতীয় পার্টি এখন নতুন উদ্যোমে জেগে উঠেছে। তৃণমূলের নেতা-কর্মীরা প্রাণ ফিরে পেয়েছে আবার নতুন করে।
আগামীর পূর্ণাঙ্গ কমিটিতে যদি তৃণমুলের ত্যাগী ও দক্ষ নেতৃত্বকে মূল্যায়ন করে, তাহলে কক্সবাজার জেলা জাতীয় পার্টি রংপুরের পর দ্বিতীয় দুর্গ হিসেবে গড়ে উঠবে।
তারা আরও বলেন, কতিপয় কর্মী বিচ্ছিন্ন নেতার কারনে জেলা ও উপজেলায় অনেক ত্যাগী নেতা কর্মীরা কমিটি থেকে বাদ পড়েছে। তারা পকেট কমিটির মাধ্যমে জেলা জাতীয় পার্টিকে দূর্বল করে রেখেছিল। নেতৃবৃন্দ আগামী সম্মেলনের মাধ্যমে জেলা জাতীয় পার্টির হারানো ঐতিহ্যে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
রবিবার (৫ জানুয়ারী) কক্সবাজার জেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির অভিষেক ও আনন্দ র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক মেহেরুজ্জামানের সভাপতিত্বে ও শহর জাপার আহবায়ক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মফিজুর রহমান ও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক নাজেম উদ্দিন, হোসাইনুল ইসলাম মাতব্বর, মাষ্টার মনজুর আলম, জেলা সদস্য মাহমুদুল করিম, মহেশখালী উপজেলা সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি আলী আহমদ, চকরিয়া উপজেলার সাবেক সেক্রেটারী এডভোকেট ওমর আলী, কক্সবাজার শহর জাপার সদস্য সচিব দেলোয়ার হোসাইন, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, চকরিয়া উপজেলার সাবেক সভাপতি জামাল উদ্দিন, জেলা ওলামা পার্টির সভাপতি শফিউল্লাহ জিহাদী, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক সালমা পারভিন মনি, কুতুবদিয়া উপজেলার সদস্য সচিব আবদুল মুনাফ, টেকনাফ উপজেলার সদস্য সচিব হেলাল মুন্সি, টেকনাফ পৌর জাপার সদস্য সচিব শাহজাহান, উখিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক ভুট্টু, জাপা প্রবীন নেতা মুক্তার আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা সভাপতি মৌলভী সিদ্দিক আহমদ, পেকুয়া উপজেলা সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম, মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জাপা নেতা সিরাজুল মোস্তফা বাঁশি, রামু উপজেলার সাধারণ সম্পাদক মফিজুল আলম, অধ্যাপক আতিকুর রহমান, শহর জাপার যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, মহেশখালী পৌর জাপার সভাপতি আবদুল গফুর, সহসভাপতি আবুল বশর পারভেজ, জেলা যুব সংহতির সভাপতি শহিদুল ইসলাম মুন্না, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি ফরিদ মিয়া, জাপা নেতা মুসলেম উদ্দিন, এখলাসুর রহমান, শহর ছাত্র সমাজের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, কক্সবাজার কলেজ ছাত্র সমাজের সভাপতি আবদুর রহমান, মহেশখালী উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফখরুদ্দিন।