বিশেষ প্রতিবেদক:
টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

তারা হলো- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাস্পের হোসেনে আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)।

রবিবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে জাদিমুরার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় কারবারিরা ইয়াবা বেচা-কেনা করছে- এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ধাওয়া করে ওই দুজন মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটক যুবকদের কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার দাম ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’