প্রেস বিজ্ঞপ্তি:
গানের মাধ্যমে মানুষকে জাগরিত করা সহজ। এই উপলব্দি নিয়ে গণমানুষের জন্য মানুষের জীবন বাস্তবতার গান রচনা করেছেন সত্যেন সেন। তাঁর গানের মূল বিষয়বস্তু হলো অধিকার আদায়ের সংগ্রাম, শোষণমুক্তির জন্য আন্দোলন ও সাম্য-সুন্দর মানুষের পৃথিবী নির্মাণ।
মানুষের জীবন ও ইতিহাসকে যে রচনাকার সামগ্রীকভাবে অবলোকন করতে সক্ষম না হন, যিনি মানব সমাজটাকে তার বর্তমানের সকল বৈষম্য দূর করে সঙ্গতিপূর্ণ এক মানব সমাজ সৃষ্টিতে নিজেকে উৎসর্গ না করেন এবং যিনি দূরগামী সেই লক্ষ্যকে নিত্য মুহূর্তের কর্ম ও আচরণের সঙ্গে যুক্ত করতে না পারেন, তাঁর পক্ষে সমাজতান্ত্রিক বাস্তবতার অনুপ্রেরণাদায়ক সাহিত্য সৃষ্টি সম্ভব নয়। সত্যেন সেনের সাহিত্যকর্ম সমাজতান্ত্রিক বাস্তবতার একটি নিদর্শন এবং বাংলা সাহিত্যের অনন্য পথিকৃৎ।
৫ জানুয়ারি বিকাল ৫টায় কক্সবাজার পৌরসভা মিলনায়তনে ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক সত্যেনসেনের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, তৌফিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, মনিরা আকতার মনি, টিটু দাশ, সিদরাতুল মুনতাহা বর্ণ, সৈয়দ মোবারক মোর্শেদ রাব্বি, সুস্মিতা মল্লিক, আব্দুর রহিম, নোবেল দে বাবু প্রমুখ।