প্রেস বিজ্ঞপ্তি
রামুতে কুরআনুল কারীমের শিক্ষাধারায় সংযোজিত হলো আরও একটি প্রতিষ্ঠান। পবিত্র কুরআন মজীদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদান ও দক্ষ হাফেজে কুরআন গড়ে তোলার ব্রত নিয়ে ইসলাম অনুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক উদ্যোগে শিকলঘাট শাহী জামে মসজিদস্থ তাহসীনুল হিফজুল কুরআন হিফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠালাভ করে।
৩ জানুয়ারী ( জুমাবার), বাদে আছর সবক প্রদান ও দু’আ মাহফিলের মাধ্যমে নবপ্রতিষ্ঠিত এ হিফজখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শিকলঘাট শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দানু মিয়া মাষ্টারের সভাপতিত্বে এ পবিত্র আয়োজনে প্রধান মেহমান ছিলেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ। তিনি নতুন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের কুরআনুল কারীমের সবক প্রদান করেন। সেই সাথে বিশেষ মুনাজাতও পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, মাছুমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার রেক্টর মাওলানা হাবিবুল হক, আরবী প্রভাষক মাওলানা হাফেজ আব্দুল জলিল, আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ, সমাজসেবক ইউনুছ খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবপ্রতিষ্ঠিত এ হিফজখানা পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার শফিকুর রহমান, দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল আদর্শ নূরানী একাডেমীর পরিচালক মাওলানা আবুল হোসাইন, পাঞ্জেগানা মোহাম্মদীয়া হেফজখানার পরিচালক মাওলানা হাফেজ ইয়াকুব, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল হান্নান, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, হিফজখানাটির নবনিযুক্ত শিক্ষক মাওলানা হাফেজ আতিকুর রহমান রাসেল।
তরুণ শিক্ষক নাঈম উদ্দীন মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘরে ঘরে কুরআন তিলাওয়াত এবং কুরআনী শিক্ষার চর্চা করা আবহমানকালের মুসলিম ঐতিহ্য। পবিত্র এ ঐতিহ্য যখন তথাকথিত আধুনিকতা ও অপসংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে এমন ক্রান্তিকালে কুরআনের শিক্ষাদানকারী এরকম প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য আল্লাহর রহমত।হেফজখানাগুলোয় অবিরত পবিত্র কুরআন তিলাওয়াত হয়। এসব হিফজখানার অবদানে থেকে প্রতি বছর অসংখ্য হাফেজে কুরআন তৈরি হয়ে কুরআনের আলো ছড়িয়ে দেন। নবপ্রতিষ্ঠিত তাহসীনুল কুরআন হিফজখানা কুরআনুল কারীমের সেই শিক্ষাধারায় বলিষ্ঠ সংযোজন। তাই কুরআন-সুন্নাহর এ শিক্ষাধারার একনিষ্ঠ সহযোগী হওয়া মু’মিন-মুসলমানদের ঈমানী কর্তব্য।