বলরাম দাশ অনুপম:

সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ বলেছেন-সবধর্মের মূলবাণী হচ্ছে ঐক্য ও সম্প্রীতি। তিনি বলেন-সব ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। যার যার ধর্ম পালনের মাধ্যমেই শান্তি আনা সম্ভব। তবে অবশ্যই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। বাংলাদেশ এ ক্ষেত্রে একটি আদর্শ দৃষ্টান্ত।

এমপি কানিজ ফাতেমা ৫ই জানুয়ারি শহরের ঘোনারপাড়াস্থ শংকরমঠ ও মিশন প্রাঙ্গনে শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১১তম শুভ আবির্ভাব স্মরণে ৩৬তম বিশ্বশান্তি গীতাযজ্ঞের মহতি ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কক্সবাজার শংকরমঠ ও মিশন পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মসভায় ধর্মীয় আলোচক ছিলেন উখিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অজিত দাশ। জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ধর্মসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার। শুভেচ্ছা বক্তব্যে রাখেন-শংকরমঠ ও মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ প্রবীর কান্তি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ পাল, দ্বিপ্তী শর্মা, অর্থ সম্পাদক ডাঃ লিটন পাল, সাংষ্কৃতিক সম্পাদক নারায়ন দাশ। ধর্মসভার শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী শ্রীমৎ জ্যোতিশ্বরানন্দ গীতা শিক্ষা নিকেতনের ছাত্র অংকুর দাশ।