নিজস্ব প্রতিবেদক:
তামিম নামের প্রায় ৫ বছর বয়সী শিশুটি কক্সবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের নুরপাড়াস্থ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে হারিয়ে গেছে। রবিবার (৫ জানুয়ারী) বেলা ১ টার দিকে হারিয়ে গেছে।
অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলে নি।
শিশুটির গায়ে একটি কোটি পরা ছিল। রং শ্যামলা।
সন্তানের খোঁজে মাসহ স্বজনেরা পাগল প্রায়।
কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে দ্রুত খবর দিন।
প্রয়োজনে:
০১৮১৫৪৭১৪০০