বলরাম দাশ অনুপম :
ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান বলেছেন-স্বপ্নের বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে কক্সবাজারের পর্যটন শিল্প। পুরো বিশ্বের কাছে এই পর্যটন নগরী মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন-পর্যটক সেবায় যারা দায়িত্বরত রয়েছেন তাদের আরো বেশি আন্তরিক হতে হবে। যাতে করে পর্যটক সেবায় কোন ধরনের ঘাটতি না থাকে। পুলিশ সুপার জিল্লুর রহমান শনিবার রাতে কক্সবাজার হোটেল-মোটেল জোনের সী-পার্ল ১-২ ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা, পুর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সী-পার্ল ১-২ ব্যবসায়ী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও কটেজ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তারুন্যের প্রতীক কাজী রাসেল আহম্মদ নোবেল বলেন-আন্তরিকতার সাথে পর্যটক সেবায় সকলকে মনোনিবেশ করতে হবে তাহলেই কক্সবাজারের সুনাম বিশ্বের মাঝে আরো সমাদৃত হবে। নাফিস ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সী-পার্ল ১-২ ব্যবসায়ী কল্যাণ পরিষদের আবু হুরাইরা, মোহাম্মদ আলী, আবদুল গফুর প্রমুখ। পরে স্থানীয় বিশিষ্ট শিল্পীদের পরিবেশন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিশ্বের কাছে পর্যটন নগরী কক্সবাজার মডেলে পরিণত-পুলিশ সুপার জিল্লুর রহমান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
