ফেসবুক কর্ণারঃ
ভোলা জেলার প্রাকৃতিক ও পরিবেশবান্ধব উপজেলা চরফ্যাশন। চরফ্যাশন পৌরসভার কুলসুমবাগে কমিউনিটি রেডিও মেঘনার কার্যালয়। এটি পরিচালনা করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট।
২০১৫ সালে চালু হওয়া রেডিও মেঘনা এখন চরফ্যাশন ও মনপুরা উপকূলের মানুষের জীবনচিত্র পাল্টে দেওয়ার কন্ঠস্বরে পরিণত হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো- রেডিও মেঘনা পরিচালনা করছেন ৩০ জনের তরুণীর দল। যারা কলেজে লেখাপড়ার পাশাপাশি পিছিয়ে থাকা নারীদের সামনে টেনে আনার দায়িত্ব পালন করছেন।
দাদার বাড়ি চরফ্যাশন ভ্রমণে এসে লোকজনের মুখে জানা গেল রেডিও মেঘনার ভুমিকা। এরপর পরিদর্শণ রেডিও মেঘনা কাযালয়। তরুণীরা কেউ সংবাদ তৈরি করছেন, কেউ সংবাদ তুলে আনছেন। কেউ তা ঘরেঘরে পৌছে দিচ্ছেন উপস্থাপনার মাধ্যমে।
রেডিও মেঘনার আঞ্চলিক ব্যবস্থাপক কণিকা রাণী বললেন, রেডিও মেঘনার মাধ্যমে তারা বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নিযাতন, যৌতুকপ্রথা ও মাদকের অপব্যবহার সম্পর্কে লোকজনকে সচেতন করছেন। জলবায়ুপরিবর্তন, দুযোগ মোকাবেলা, স্বাস্থ্য-শিক্ষা নিয়ে লোকজনকে সচেতন করছেন। লেখাপড়ার পাশাপাশি রেডিও মেঘনার মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যত তৈরি করে নিচ্ছেন।
রেডিও মেঘনায় নিয়মিত প্রচার হয় মেধাবী ছাত্রীর গল্প, কৃষিভিত্তিক অনুষ্টান, সফল মাদের গল্প নিয়ে-নাটক আমার মা, সফল নারীদের গল্প, জেলে জীবন ও প্রাকৃতিক দুযোগ নিয়ে সচেতনমুলক অনুষ্টান, প্রতিবন্ধী ব্যক্তির কথা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান জগতের নতুন সকল তথ্য, শিক্ষকদের নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি চাকরির তথ্য, আমার কিশোর-কিশোরি বেলা, বাবার স্বপ্ন, ভুমিহীন মানুষের জীবন নিয়ে জীবনকথা।
বাংলাদেশে ১৮টি কমিউনিটি রেডিও ষ্টেশন রয়েছে। এরমধ্যে টেকনাফের রেডিও নাফ সম্পর্কে কিছুটা ধারণা ছিল। কিন্তু চরফ্যাশনের রেডিও মেঘনা আমার ধারণাই পাল্টে দিয়েছে। যেখানে গিয়েছি-রেডিও মেঘনার আলোচনা। ঘরেঘরে শোনা হচ্ছে রেডিও মেঘনার অনুষ্টান।
রেডিও মেঘনার লক্ষ্য হচ্ছে- সমতা ও নায্যতার পৃথিবী, যেখানে মানবাধিকার ও গণতন্ত্রের চর্চাই হবে সমাজ সংস্কৃতি।
আর উদ্দেশ্য হচ্ছে- অংশগ্রহণমূলক ইন্টার্যাকটিভ রেডিও অনুষ্টানের মাধ্যমে উপকূলীয় প্রান্তিক জনগোষ্টীর মধ্যে সামগ্রিকভাবে জলবাযূ পরিবর্তন ও দুযোগ মোকাবেলায় সক্ষতা এবং মানবাধিকার সচেতন সক্রিয় নাগরিকত্ব গড়ে তোলা।
আমার মনে হয়েছে- গত কয়েক বছরে লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সক্ষম হয়েছে রেডিও মেঘনা।
রেডিও মেঘনার মাধ্যমে স্থানীয় তরুণীরা রেডিও উপস্থাপক ও প্রযোজক হিসাবে নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহনের মাধ্যমে নিজেদের উন্নয়নে তারা সক্রিয় ভুমিকার রাখতে পারছেন।
রেডিও মেঘনা এখন উপকূলের কন্ঠস্বর।
কোস্টট্রাস্ট এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী কক্সবাজারের কৃতিসন্তান। তিনি ভোলায় এসে উপকূলীয় মানুষের জীবন পাল্টে দিচ্ছেন নানা উদ্যোগের মাধ্যমে। এরমধ্যে কিমিউনিটি রেডিও মেঘনা ভুমিকা অন্যতম। আশার কথা তিনি কক্সবাজারেও একটি কমিউনিটি রেডিও পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। যার লক্ষ্য-উদ্দেশ্য হবে , বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রান্তিক মানুষের জীবন-মান উন্নয়ন। বৈধ অধিকারের দাবি, সমাজে বৈষম্য দুরীকরণ, জলবায়ূ পরিবর্তন প্রভাব মোকাবেলা ও পরিবেশ সুরক্ষা করা। পাশাপাশি মৎস্য, কৃষি, লিঙ্গীয় সমতা ও শিক্ষাখাতে সামাজিক, সংস্কৃতিক ও গ্রামীণ উন্নয়নে উৎসাহী করা এবং জনগনের সক্ষমতা বৃদ্ধির জন্য দরিদ্র মানুষের কন্ঠস্বর বাড়াতে কাজ করে যাওয়া।
ধন্যবাদ রেজাউল করিম চৌধুরীসহ কোস্ট ট্রাস্টের সকল কর্মীদের। যারা সুন্দর পৃথিবী গড়তে কঠোর পরিশ্রম করে চলেছেন।
# চরফ্যাশন-ভোলা
সাংবাদিক আবদুল কুদ্দুস রানার ফেসবুক থেকে সংগৃহীত।