মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এক ইউপি সদস্যকে ২০ হাজার ইয়াবা গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শনিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিপিএম (বার) সিবিএন-কে জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন (৪০) হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পরিষদের প্যানেল চেয়ারম্যান। গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন ওই ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, জাহিদ হোসেনের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা মাদক কারবারিদের তালিকায় ৬১ নম্বরে রয়েছে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি আরো বলেন, সন্ধ্যায় মহেশখালিয়া পাড়ায় এক মাদক কারবারির বাড়িতে ইয়াবার চালান মজুদের খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক বাড়িটিতে অভিযান চালিয়ে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লাখ ৪০ হাজার টাকা। ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এই ইউপি সদস্যের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে বলে জানান প্রদীপ।