মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের সন্তান হাসান মুরাদ সহ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জাতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। বাংলাদেশ সময় শনিবার ৪ জানুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে বাংলার যুবারা দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্য ১৫ জন খেলোয়াড়ের স্কোয়াড (আবশ্যিক খেলোয়াড়) কক্সবাজারের গর্বের ধন হাসান মুরাদ সিবিএন-কে এ তথ্য আফ্রিকা থেকে নিশ্চিত করেছেন।

১৫ জন খেলোয়াড়ের স্কোয়াড এর তালিকায় যেসব যুবা ক্রিকেটাররা বিশ্বকাপ-২০২৯ (অনুর্ধ-১৯) খেলতে দক্ষিণ আফ্রিকায় গেছেন, কক্সবাজারের গর্বের ধন হাসান মুরাদ তাদের অপরিহার্য একজন। দক্ষিণ আফ্রিকায় ১৭ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট অনূর্ধ্ব-১৯।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ জন ক্রিকেট খেলোয়াড়ের স্কোয়াড ছাড়াও স্ট্যান্ডবাই ৬ জন ক্রিকেটার, কোচ নাভিদ নেওয়াজ, সহকারী কোচ, ম্যানেজার সহ ২৫ জনের টিম শুক্রবার দিবাগত রাত্রে ঢাকা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিশ্বকাপ ক্রিকেট (অনূর্ধ্ব-১৯) মূলপর্বে খেলার আগে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। যেসব দেশের সাথে বাংলাদেশ খেলবে সেগুলো হলো- আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অধিনায়ক আকবর আলীর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৯)। বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ স্কোয়াড খেলোয়াড়েরা হলো:
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজীদ হাসান, পারভেজ হোসেন, হাসান মুরাদ (কক্সবাজার), প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান, শাহাদত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজীম হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহীন আলম ও রাকিবুল হাসান।

স্ট্যান্ডবাই ক্রিকেটারেরা হচ্ছেন : অমিত হাসান, মেহরাব হাসান, আশরাফুল ইসলাম, মিনহাজুর রহমান, রুবেল মিয়া, আসাদুর রহমান। কোচ : নাভিদ নেওয়াজ।

কক্সবাজারের হাসান মুরাদের সংক্ষিপ্ত জীবনী :

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় (শহরের লিংক) রোডের দক্ষিণে) ২০০১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন কক্সবাজারের গৌরব, ক্রিকেটে বিশ্বকাপ যুবাদের দলে স্থান করে নেওয়া হাসান মুরাদ। হাসান মুরাদের পিতার নাম-নাজিম উদ্দিন। মাতা-রাশেদা বেগম। ৪ ভাইয়ের মধ্যে হাসান মুরাদ দ্বিতীয়। কক্সবাজার সরকারি কলেজের পেছেনে দক্ষিণে অবস্থিত কলেজিয়েট স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন। এরপর কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি হতে ৬ষ্ঠ শ্রেণি পাশ করেছেন। ২০১২ সালের শুরুতে সপ্তম শ্রেণি হতে বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) উত্তীর্ণ হয়ে অপ্রতিরোধ্য হাসান মুরাদ আর পেছনে থাকাননি। অদম্য গতিতে শুধু সামনে এগিয়ে চলেছে। বিকেএসপি থেকেই ২০১৭ সালে এসএসসি ও ২০১৯ সালে এইসএসসি পাশ করেছেন। এখন বিকেএসপি’র মাধ্যমেই অনার্সে ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন। ২০১২ সালে বিকেএসপি’তে যোগদানের পর থেকে বয়স ভিত্তিক জাতীয় পর্যায়ের সব খেলায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছে আমাদের হাসান মুরাদ। ২০১৯ সালে ক্রিকেটের জাতীয় প্রিমিয়ার লিগে ঢাকার মাঠে খেলেছেন সফলতার সাথে। এ বা’হাতি স্পীনার ক্রিকেটের প্রিমিয়ার লিগে ২২ টি উইকেট খেয়ে পুরো প্রিমিয়ার লিগে সেরা স্পীনার হওয়ার গৌরব অর্জন করেছেন। পেয়েছেন পুরো প্রিমিয়ার লিগে চতুর্থ নম্বর বোলারের বিরল স্বীকৃতি। ২০২০ সালে প্রিমিয়ারলীগে খেলার জন্য বিকেএসপি’র হয়ে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। বিসিবি’র হয়ে জাতীয় ক্রিকেট অনুর্ধ্ব-১৯ দলের ২০ দিন ধরে প্রস্তুতি ক্যাম্প করেছেন বগুড়াতে। ক্রিকেট অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের মাটিতে গত সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের বিরুদ্ধে হাসান মুরাদ খেলেছেন কৃতিত্বের সাথে। দেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে সহ দেশের শক্তিশালী ও নামকরা বিভিন্ন ক্রিকেট দলের বিরুদ্ধে খেলেছেন মাত্র ১৮ বছর বয়সী কক্সবাজারের হাসান মুরাদ।

প্রসঙ্গত, কক্সবাজার জেলার বাসিন্দা হিসাবে মূল জাতীয় ক্রিকেট দলের হয়ে অংশ নেওয়া সর্বপ্রথম খেলোয়াড় ছিলেন শহরের মুমিনুল হক। জাতীয় ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৯) জায়গা করে নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া কক্সবাজার জেলার দ্বিতীয় খেলোয়াড় হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ মুহুরী পাড়া রেডিও স্টেশন গেইটের বাসিন্দা কক্সবাজারের ভূমি সন্তান হাসান মুরাদ।

হাসান মুরাদের প্রোফাইল :

নাম: হাসান মুরাদ

ডাক নাম: মুরাদ

জন্ম: ১ জুলাই ২০০১

জন্মস্থান: কক্সবাজার, সদর, ঝিলংজা।

উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি

পড়াশোনা: এইচএসসি

প্রথম ক্লাব: বিকেএসপি

বর্তমান ক্লাব: বিকেএসপি

ব্যাটিং স্টাইল: ডানহাতি

বোলিং স্টাইল: বাঁহাতি

প্রিয় ডেলিভারি: বল টার্ন করাতে বেশি পছন্দ করি

প্রিয় মানুষ: বাবা-মা

প্রিয় ক্রিকেটার: সাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজা ও নাথান লায়ন

প্রিয় বন্ধু: হুমায়ুন আহমেদ

ক্যারিয়ারের সেরা মুহূর্ত: গত বছরের প্রিমিয়ার লিগের পারফরম্যান্স