লোহাগাড়া প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস ও ইভটিজিং রোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও কাজ করতে হবে। পুলিশ জনগণের বন্ধু।
লোহাগাড়া থানার নবাগত ওসি মো: জাকের হোসাইন মাহমুদ মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। এ ছাড়া মাদকের ব্যাপারেও জিরো টলারেন্স বলে ঘোষণা দেন তিনি।
শনিবার (৪ জানুয়ারি) বাদে মাগরিব লোহাগাড়া থানা কম্পাউন্ডে ৯ ইউনিয়নের চেয়ারম্যান ও মহিলা ও পুরুষ সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শক (তদন্ত) মো:রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো: আনোয়ার কামাল, লোহাগাড়া চেয়ারম্যান ফোরামের সভাপতি ও সদন ইউপি চেয়ারম্যান নুরচ্ছফা চৌধুরী, সাধারণ সম্পাদক ও পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, আধুনগর ইউপি চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো: আইয়ুব মিয়া, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, চুনতি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইউনুছ, লোহাগাড়া সদর ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য কহিনুর বেগম, আধুনগর ইউপি সদস্য মো: সোহেল, ডা: হায়াত মাহমুদ, পদুয়া ও ইউপি সদস্য মো: কাউছার উদ্দিন।
উপস্থিত ছিলেন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জোনাঈদ চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হক, ৯ ইউনিয়নের মহিলা ও সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।