প্রেস বিজ্ঞপ্তি:
প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কক্সবাজার সদরের ১১টি শিক্ষা কেন্দ্রে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার শহরের উঃ কোশল্লা বৌদ্ধা বিহার মিলনায়তনে সকাল ১১টায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল-পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টি দীপংকর বড়–য়া পিন্টু, কক্সবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বোধিমিত্র বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়–য়া। অনুষ্ঠানে সভাপতি করেন উঃ কোশল্লা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবুল বড়–য়া। সঞ্চালনায় ছিলেন, প্যাগোডা ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ফিল্ড সুপারভাইজার তপন সমদ্দার।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ধর্মীয় শিক্ষায় আন্তরিক হয়ে কাজ করে যাচ্ছেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষ অসমাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্যাগোডা ভিত্তি প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাস্তবায়ন করা হচ্ছে।