মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

২০১৪ সালের ২৬ জানুয়ারিতে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষনা দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের হিজড়া সম্প্রদায়ের মানবাধিকার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যুগান্তকারী পদক্ষেপকে আরো অর্থবহ করতে অর্থাৎ তাদেরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা। পাশাপাশি হিজড়াদের প্রতি আমরা সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংস্থা “বৃহন্নলা” এর উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার ৪ জানুয়ারি বিকেলে আয়োজন করা হয় ‘মোটিভেশনাল প্রোগ্রাম’। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ আহবান জানান।

অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের এ সম্প্রদায়ের মানুষদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পক্ষান্তরে যথাযথ মর্যাদা পেলে চাঁদাবাজির ন্যায় সমাজের অন্যান্য গর্হিত কাজ থেকেও নিজেদের বিরত রাখবে বলে অঙ্গীকার করেন হিজড়া সসম্প্রদায়ের নেতৃবৃন্দ।