আলাউদ্দিন, লোহাগাড়া:

লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়হাতিয়া ইউনিয়নে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বি.জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ঝাঁকঝমকভাবে উদযাপনের লক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে সাবেক শিক্ষার্থী, বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৪ টায় স্কুল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সূবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার আমিনুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব বিজয় কুমার বড়ুয়ার সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অালোচক ছিলেন এডভোকেট মোহাম্মদ আলী।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, প্রাক্তন ছাত্র অধ্যাপক আহমদ কবির, মাস্টার আবু তাহের, জিয়াউল হক জিয়া, মোহাম্মদ কলিম উদ্দিন, মাঈনুদ্দিন ও আবদুল আলীম প্রমুখ ।

সভায় ঝমকালোভাবে বৃহত্তর আকারে সুবর্ণ জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে যে অবস্থানে রয়েছে সুবর্ণ জয়ন্তীতে সকলের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়।