সংবাদদাতা :
কক্সবাজার শংকরমঠ ও মিশনে গীতাপাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আর্ন্তজাতিক শংকর মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১১তম শুভ আবির্ভাব স্মরণে ৩৬তম বিশ্বশান্তি গীতাযজ্ঞ উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাগীশিক জেলা সংসদের উপদেষ্টা মাষ্টার জগদীশ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন বলেন-সনাতনী সমাজকে গীতার আর্দশে পরিচালিত হতে হবে। বাগীশিক জেলা সংসদের সাধারণ সম্পাদক ও শংকরমঠ গীতা স্কুলের শিক্ষক নারায়ন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ডাঃ প্রবীর পাল, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম। এছাড়াও উপস্থিত ছিলেন-সুরঞ্জিত শর্মা স্বপন, দিলীপ পাল, পুলিন ধর, মৃদুল মল্লিক, সবিতা মল্লিক, জ্যোতি মল্লিক বাবু প্রমুখ।