টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ সাংবাদিক ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফোরামের সভাপতি মোঃ আশেক উল্যাহ ফারুকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।
সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় প্রধান আলোচক ছিলেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল।
বক্তব্য রাখেন -সাংবাদিক জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান মিজান, মো. শহিদ উল্লাহ, মো. শফি, শামসু উদ্দিন, নছির উদ্দিন রাজ, আরাফাত সানী, ইমতিয়াজ উদ্দিন জুয়েল, মেহেদী হাছান ইমন, মোঃ শেখ রাসেল, রাহামত উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও সমাজের যে কোন উন্নয়নে সংবাদ পত্রের ভুমিকা রয়েছে। বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করতে সকলের প্রতি আহবান জানন ।
বক্তারা আরো বলেন, কোন সংবাদিক যদি ইয়াবা সংশ্লিষ্ট বা রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত হয়, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া টেকনাফের শিক্ষানবিশ সংবাদ কর্মী পিকলু দত্তের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করে তার মুক্তি কামনা করেছেন। সভায় সাংবাদিক ফোরাম’র অগ্রগতি ও কর্মরত সাংবাদিকদের কল্যাণ মূলক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সভাশেষে বনভোজনের জন্য ৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।