কামাল হোসেন,রামু :
নতুন বইয়ের আশায় স্কুল পানে পাগলপারা হয়ে ছুটে আসছেন শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস,চোখে মুখে ছিল আনন্দের ঘনঘটা, বইয়ের গন্ধে মাতোয়ারা বই প্রাপ্তিরা। এমন দৃশ্যটির দেখা মিলেছে রামুর কাউয়ারখোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। বই বিতরণ উৎসবের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করলো অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় রামু উপজেলার কাউয়ারখোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ও ১ জানুয়ারি (বুধবার) উৎসবমুখর পরিবেশ বই বিতরণ উৎসব ২০২০ উদযাপন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তক আহামদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার নানাক্ষেত্রে উন্নয়নে অসামন্য অবদান রাখছেন।এর মধ্যে শিক্ষাকে অধীকতর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আকর্ষন সৃষ্টির লক্ষে বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে নতুন বই তুলে দিচ্ছেন।আমিও চাই শিক্ষার ক্ষেত্রে আমার ইউনিয়নটি এগিয়ে যাক।অত্র বিদ্যালয়ের গরিব অসচ্ছল পরিবারের সন্তানদের সহায়তায় আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সহকারী শিক্ষক হিল্লোল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রমজান আলী, এসএমসি সদস্য হাবিব উল্লাহ সিকদার, ইউপি সদস্য ডাঃ নেবু রাণী শর্মা, মোঃআব্দুল্লাহ, মেহের আলী।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো.তাজ উদ্দিন

বই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিটিএ সভাপতি আব্দুল হক,
অভিভাবক হুমায়ুন গনি,মকবুল আহমদ,শামসূল আলম,শিক্ষক দিলরুবা বেগম,রাশেদা বেগম,শারমিন আফরোজ,ছেনুয়ারা বেগম,সাইফুল ইসলাম,রুনা লায়লা প্রমুখ।