সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠে ২০২০ সালের বই উৎসব সম্পন্ন হয়েছে।
২ জানুয়ারী সকালে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারা বেগম।
প্রধান শিক্ষক কাজী দিদারুল আলমের সভাপতিত্বে এতে শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান জান্নাতুল ফেরদৌস, শিক্ষক রহিমা খাতুন, মো. আতিকুর রহমান, মো. ইমন, সাইফুল ইসলাম, এনামুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের ১ম থেকে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সভাপতি আনোয়ারা বেগমসহ শিক্ষকরা।
উল্লেখ্য, শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠ ১৯৯৫ সালে প্রতিষ্ঠাকাল থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে। স্কুলটিতে রয়েছে শক্তিশালী পরিচালনা পরিষদ। বর্তমানে ৮ম শ্রেনী পর্যন্ত রয়েছে। সরকারী-বেসরকারী পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রাখছে। স্কুলের অভিভাবকরা জানিয়েছেন, পাঠদানের বিষয়ে সব শিক্ষক খুবই আন্তরিক। কর্মকর্তা-কর্মচারীরাও কাজের বিষয়ে সচেতন। ২০১৯ সালের জেএসসি-পিএসসিতে শতভাগ পাশ করে শিক্ষার্থীরা।