লোহাগাড়া প্রতিনিধি:

“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিংন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযিপন উপলক্ষে লোহাগাড়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা চত্বর পদক্ষিণ করেন। র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলম।

উপস্থিত ছিলেন মোস্তাফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোক্তারুল আলম, মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম, সাংবাদিক রায়হান সিকদার, চরম্বা শরীফিয়া এতিমখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি প্রমূখ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে কুরআন তেলা্রয়াত করেন চরম্বা শরীফিয়া এতিমখানার ছাত্র হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ ওযাইর।