আলমগীর মানিক,রাঙামাটি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সংস্থাটি। “মাদককে রুখবো,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম(শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস ঘোষ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল, রাঙামাটির সচেতন নাগরিক কমিটির সভাপতি অমেলেন্দু হাওলাদারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।