সংবাদদাতা:
রামু হাসপাতাল গেইট সংলগ্ন মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা,হেফজখানা ও এতিমখানায় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
১ জানুয়ারি ২০২০ বুধবার বিকাল দুই ঘটিকার সময় আনজুমানে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ হোসাইন সানীর সভাপতিত্বে বই বিতরণ উৎসব ২০২০ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার দাতা সদস্য ও জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি ও ইউপি সদস্য নুরুল ইসলাম,মাওলানা রেজাউল করিম,মাস্টার ছালামত উল্লাহ, আবদুল মালেক,মাদরাসার সুপার মাওলানা এস এম আবরারুল হক,মাদরাসার শিক্ষক মাওলানা নজি্ুল আলম,এস এম ছফিউল্লাহ মুনির,মাওলানা নুরুল আলম,এস এম নিয়ামত উল্লাহ,আহসানুল হক সহ মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি সালাহ উদ্দিন বলেন,বর্তমান সরকার শিক্ষাবান্দব সরকার।পৃথিবীর কোথাও বছরের প্রথম দিন বিনামূল্যে এক সাথে কোথাও এত বৃহৎ পরিসরে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের নজির নেই।একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এ দুঃসহ কাজ করা সম্ভব হয়েছে।তিনি চান দেশের কোন শিশু যাতে শিক্ষা হতে বঞ্চিত না হয়।পাশাপাশি তিনি শিশুদেরকে মনোযোগের সাথে পড়া লেখা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধকের বক্তব্যে চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন,বর্তমানে দ্বীনি শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে। যারা অত্র অঞ্চলে এ মাদরাসা প্রতিষ্ঠার জন্য কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানান।পাশাপাশি তিনি এ প্রতিষ্ঠান অত্র অঞ্চলে জ্ঞানের আলো জ্বালাবে বলে তার মনেভাব ব্যক্ত করেন।
পরে অতিথিবৃন্দ কোমলমতী শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন।
বই বিতরণ শেষে দেশ, জাতির সমৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মুনাজাত পরিচালনা করেন রাজারকুল মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার অধ্যক্ষ ও আনজুমানে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি অালহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ উল্লাহ নকশবন্দী।
শিক্ষার্থীরা বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠে।