আবুল কাশেম সাগর,রামু :
রামু উপজেলার অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রামু সাত ঘরিা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারী ঘোষিত বছরের প্রথম দিনে বিনা মূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। বুধবার পহেলা জানুয়ারি সকাল ১১টায় সাংবাদিক অাবুল কাশেম সাগর’র পরিচালনায় বিদ্যাল পরিচালনা কমিটির সভাপতি মাওলনা অাবু তাহেরের সভাপতিত্বে অায়োজিত বই উৎসবে প্রধান অতিথি বলেছেন, বর্তমান অাওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশেই বছরের শুরুতে বিনা মূল্যে সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন বই তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রতি বছর বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের উছ্বাসের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্যোগ নিয়েছেন বলে দেশের ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর হাতে একই দিনে তুলে দেয়া সম্ভব হচ্ছে ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী বড়ুয়া, সহকারী শিক্ষক অাক্তার অালম, নাছিমা অাক্তার, পলি বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন অাওয়ামীলীগে নেতা ওবাইদুল হক, অভিভাবক মহিলা সদস্যা অাজিজা বেগম,
অভিভাবক শাহজামালসহ প্রমূখ।