প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নীতিমালা অনুযায়ী পহেলা জানুয়ারি বই উৎসব অনু্ষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান,সহকারী শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পৃথক কালারমারছড়া মিজ্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ,স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাকিম,অত্র প্রতিষ্ঠানে শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান
বই উৎসবে নতুন বই পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা । বুধবার (০১ জানুয়ারি) সকালে কালারমারছড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসবে গিয়ে দেখা গেছে এ চিত্র।
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার সারা বিশ্বে বাংলাদেশেই বিনা মূল্যে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জেলার ৬ হাজার ৪৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ ৫ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে ২ কোটি ২ লাখ ১ হাজার ৯২০টি নতুন বই।

মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, মাধ্যমিক পর্যায়ে (ইবতেদায়ী ও মাদ্রাসাসহ) জেলার মোট ১১ লাখ ৮৭ হাজার ৭৪৩ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মহানগরের ৬টি থানা ও ১৪টি উপজেলাসহ জেলার মোট ২ হাজার ৬৬টি মাধ্যমিক পর্যায়ের (মাদ্রাসাসহ) শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৭১৬টি বই বিতরণ করা হবে।

ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ আরো জানান উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে বর্তমান সরকার।