cbn  

এ কে এম ইকবাল ফারুক, চকরিয়া:
চকরিয়ায় নতুন বছরের শুরুতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছাসিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বই বিতরণ উৎসব করেছে জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ। বুধবার (১ জানুয়ারী) সকাল ১০টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের হলরুমে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম এমএ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আনচারুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আবছার, দাতা সদস্য আলাউদ্দিন আল আযাদ, সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, অভিভাবক সদস্য যথাক্রমে মুজিবুল হক, শওকত হোসেন, আব্দুল হাকিম, আবু মুছা ও ইসমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি জাইদুল হক, অলসন বড়ুয়া ও রূপালী রাণী দে প্রমুখ। এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাইফুল কাদের সোহেলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষানুরাগী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বই বিতরণ উৎসবে প্রধান অতিথি সাংসদ জাফর আলম বলেন, বর্তমান সরকার অত্যান্ত শিক্ষাবান্ধব সরকার বলেই বছরের শুরুতে শিক্ষার্থীরা তাদের নতুন বই পেয়ে যায়। ফলে বই নিয়ে শিক্ষার্থীদের আর কোন ধরণের চিন্তা করতে হয় না। শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই পেয়ে আনন্দে আত্নহারা হয়ে উঠে। তিনি আরও বলেন, যথা সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান সমুহে ফলাফল প্রকাশ এবং বই বিতরণ উৎসব করে সরকার শিক্ষার্থীদের মন জয় করেছে। কচিকাঁচা শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুবেই উচ্ছাসিত।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাইফুল কাদের সোহেলসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষানুরাগী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •