সোয়েব সাঈদ, রামু:

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সহধর্মিনী বিশিষ্ট ব্যবসায়ি সৈয়দা সেলিনা সরওয়ার বলেছেন, সুশিক্ষিত জাতি গঠনের মাধ্যমেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব। এজন্য সরকারি বছরের প্রথম দিনে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে বিনামূল্যে বই বিতরণ করে আসছে। এরপাশাপাশি সরকার উপ বৃত্তি প্রদানসহ আরো নানান শিক্ষাবান্ধব প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে ভূমিকা রাখতে হবে।

তিনি বুধবার (১ জানুয়ারি) রামু উপজেলার বাঁকখালী উচ্চ বিদ্যালয় ও উখিয়ারঘোনা সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকাল ১১ টায় বাঁকখালী উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক ও কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু কলেজের শিক্ষক কন্ঠশিল্পী মানসী বড়–য়া, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমূখ। অনুষ্ঠানে সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করেন প্রধান অতিথি সৈয়দা সেলিনা সরওয়ার। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন বেলা ১২ টায় সৈয়দা সেলিনা সরওয়ার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন এবং এ উপলক্ষ্যে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি কম্পিটার প্রদান সহ বিদ্যালয়ের অন্যান্য সংকট নিরসনে ব্যক্তি উদ্যোগে সহায়তার আশ^াস প্রদান করেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। সিনিয়র শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, সাংবাদিক সোয়েব সাঈদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুল ইসলাম, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম খুইল্যা মিয়া, রাজ মোহন বড়–য়া, নুর আহমদ, ছৈয়দ আলম, সাবেক মেম্বার আবুল হোছন, হাজ¦ী আনোয়ার প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক উমর ফারুক, মুজিব উল্লাহ, মহি উদ্দিন, জুলেখা বেগম, রোজিনা আক্তার, মুমতাহিনা নাছরিন, শাহিনা আকতার, অফিস সহায়ক তকি উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।