cbn

প্রেস বিজ্ঞপ্তি :

প্রতিবছর জানুয়ারীর প্রথম তারিখে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে বিনামূল্যে বই বিতরন ক্রমান্বয়ে এদেশের শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটা অংশে পরিণত হচ্ছে। শিশু কিশোর শিক্ষার্থীদের জন্য উৎসবমূখর প্রাণের মেলায় রূপ নিচ্ছে এ উৎসব। এটা দেশের শুধু শিক্ষার উন্নয়ন নয়, জাতি হিসাবে আমরা সমৃদ্ধ হচ্ছি।

কক্সবাজার পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের এবিসি ঘোনার পাড়া আবু বকর ছিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে বক্তারা এ কথা বলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে বুধবার ১ জানুয়ারি সকালে বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত উক্ত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার ৭, ৮ ও ৯ নাম্বার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর জাহেদা আক্তার। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুজানা করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার। অন্যান্যের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি বজলুল করিম হেলালী, সদস্য সেলিম ওয়াজেদ, আবদুস সালাম মেম্বার প্রমুখ বক্তৃতা করেন। বই উৎসবে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার ও ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আনন্দঘন এ অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও প্রচুর অভিবাবক উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •