নিজস্ব প্রতিবেদক:
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে ইংরেজী নববর্ষ-২০২০ বরণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
১ জানুয়ারি সকালে প্রতিবন্ধীদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অরুণোদয় স্কুলের মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও অরুণোদয় স্কুলের সভাপতি মো: কামাল হোসেন।তিনি বলেন, প্রতিবন্ধীদের স্বাচ্ছন্দে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। বিনোদনমূলক অনুষ্ঠান তাদের শিক্ষা ও মানসিক বিকাশের জন্য খুবই সহায়ক।
এ সময় উপস্থিত ছিলেন -অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোহাং শাজাহান আলি, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ, মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
পরে সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে নববর্ষের কেক কাটা হয়।