মহেশখালী সংবাদদাতা:
মহেশখালী হাসপাতালে জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন ব্যস্তবায়নে এক প্রস্তুতি সভা হাসপাতালের হল রুমে অনুষ্টিত হয়েছে।
হাসপাতালের নব নিয়োযুক্ত এ(টিএইচও) ডাঃ মুহাম্মদ মাহাফুজুল হক এর সভাপতিত্বে সভায় জানানো হয়- এবারের ক্যাম্পেইনে সারা দেশের ন্যায় মহেশখালীতে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন পরিষদে ২১৮টি ভ্রাম্যমান ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্প পরিচালনা করা হবে।৬থেকে ১১মাস বয়সী মহেশখালীর ৫৫হাজার শিশু ও ১২-৫৯মাস বয়সী ৬হাজার ৫শ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।অপুষ্টি জনিত ভিটামিন “এ” এর অভাবে অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিন্ধান্ত মতে,অাগামী ১১জানুয়ারী জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত হবে। এজন্য সকল গণমাধ্যম,স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম,শিক্ষক,ছাত্র, সেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্ধকে প্রচারনা কাজে সহায়তা করার অাহবান জানান।
সভায় বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী,ইসলামীক ফাউন্ডেশনের ইমাম,সহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত,মহেশখালী হাসপাতালের ডাক্তার অাশরাফুল ইসলাম,মাওলানা মোক্তার অাহাম্মদ, ইপিঅাই কর্মকর্তা নুরুল অালম হেলালী।