চকরিয়া সংবাদদাতা:
“গাহী মোরা সাম্যের গান, গেয়ে যাব মানবতার জয় গান” প্রতিপাদ্যে চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটি’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

৩১ ডিসেম্বর সকাল ১০ টায় চিরিঙ্গা জনতা টাওয়ার চত্ত্বরে ফ্রী ব্লাড গ্রুপিং, দুপুর ২টা হতে বার আউলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুর নুর জামে মসজিদ, ফায়ার সার্ভিস সংলগ্ন বাইতুর রহমান জামে মসজিদে কার্পেট বিতরণ, হাজিয়ান ছখিনাতুল উলুম হিফজখানা ও নূরানীতে বই বিতরণসহ বিভিন্ন হাফেজ খানা ও এতিমখানায় কোরআন শরীফ বিতরণ ও বিভিন্ন মসজিদের প্রয়োজনীয় উপকরণ বিতরণ।

এদিন সন্ধ্যা ৭ টায় চকরিয়া পৌর শহরের অভিজাত রেষ্টুরেন্ট গ্রীণচিলিতে বর্ষপূর্তির কেক কাটা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া মা শিশু ও জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকারিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, হাজিয়ান দাখিল মাদরাসার শিক্ষক মোঃ আবু হুরাইরা, ডিএন্ড জি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তানভীর, আন নূর দাখিল মাদরাসার শিক্ষক আবদুল হান্নান, সংগঠনের এডমিন রিয়াজুল মোস্তফা, এডমিন ইব্রাহিম রাসেল, এডমিন জিসু জিসান, এডমিন মিনারুল হক। কার্যকরী সদস্য যথাক্রমে শওকত ওসমান শাওয়াল, মোসকান সাজিদ, আরিয়ান সাঈদ, এম এইচ মিনহাজ, এনামুল করিম, হেলাল উদ্দিন, শহীদ, ইমন, লোকমান, হামিদ, বর্ষা, তুহিন, ফরহাদ উজ্জামান, মোস্তফা, শরীফ লোকমান হাকিম। সদস্য ও শুভাকাঙ্ক্ষীঃ তারেক, আরেফিন, ফারদিন,তানবীর, রিদুয়ান, সোহেল, নাছির, তাহের, ইমন, দিদারুল আলম, নুর মোহাম্মদ, মুবিনসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ ও প্রতিনিধিরা।