এস. এম. তারেক, ঈদগাঁও:
জেএসসি পরীক্ষার ফলাফলে জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পেয়ে (৭ জন) ঈদগাঁও’র অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়গুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে। এ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪৭। পাসের হার ৯৭.১৭। বিদ্যালয়টির এমন সাফল্যে বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মাহমুদুল করিম মাদু এবং প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ও সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
অপরদিকে বরাবরের মত এবছরও পিএসসি পরীক্ষার ফলাফলে ৩৫ জন এ প্লাস এবং শতভাগ পাস নিয়ে কক্সবাজার সদর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে ইদগাঁও’র অপর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এবারকার পিএসসি পরীক্ষায় রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে এ প্লাস (৫৯৪) অর্জণ করেছে ওই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক শফিউল আলমের ছেলে এম. ইশহাজ মাহমুদ। পিএসসি পরীক্ষায় প্রতিবছরের ন্যায় এ বছরও ঈর্ষনীয় ফলাফল অর্জন করায় এসএমসি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম ও প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম সংশ্লিষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।